ফেব্রুয়ারি ১: চীনে উহানে নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় নির্মাণাধীন বিশেষায়িত 'হুওশেনশান' ও 'লেইশেনশান' হাসপাতালে যথাক্রমে ৩ ও ৬ ফেব্রুয়ারি রোগী ভর্তি করা শুরু হবে। গতকাল (শুক্রবার) উহানের মেয়র চৌ সিয়ান ওয়াং এ তথ্য জানান।
চৌ সিয়ান ওয়াং জানান, হুওশেনশান হাসপাতালের আয়তন ৩৪ হাজার বর্গমিটার। এতে ১০০০টি শয্যা রয়েছে। আর লেইশেনশান হাসপাতালের আয়তন ৭৫ হাজার বর্গমিটার। এটি ১৫০০ শয্যাবিশিষ্ট। 'হুওশেনশান' ও 'লেইশেনশান' হাসপাতাল যুদ্ধক্ষেত্রের হাসপাতালের আদলে নির্মাণ করা হচ্ছে। বর্তমানে দিন-রাত হাসপাতালের নির্মাণকাজ চলছে। 'হুওশেনশান' ও 'লেইশেনশান' হাসপাতালের নির্মাণকাজ যথাক্রমে গত ২৩ ও ২৬ জানুয়ারি শুরু হয়।
এদিকে, গতকাল (শুক্রবার) মধ্যরাত বারোটা পর্যন্ত, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ৩১টি প্রদেশ, অঞ্চল, ও মহানগর থেকে ১১৭৯১ জন এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ান থেকে ৩০ জন আক্রান্ত রোগীর খবর পেয়েছে। এর মধ্যে হংকংয়ে ১৩ জন, ম্যাকাওয়ে ৭ জন এবং তাইওয়ানে ১০ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। (রুবি/আলিম/সুবর্ণা)