জানুয়ারি ২৮: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) বেইজিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানমের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আধানম বলেন, চীন সরকার ভাইরাস সংক্রমণকে উচ্চ মানের গুরুত্ব দিয়েছে এবং দ্রুত শক্তিশালী ধারাবাহিক পদক্ষেপ নিয়ে মহামারীর প্রাদুর্ভাব ঠেকিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজ চীনের এ চেষ্টার প্রশংসা করে।
জবাবে ওয়াং ই-ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সংস্থার মহাপরিচালক এ সময় বেইজিংয়ে এসেছেন, এতে চীনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন প্রতিফলিত হয় এবং চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করবে।
(তুহিনা/তৌহিদ/ছাই)