৩০টি চিকিত্সকদল হুপেই প্রদেশে ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ করছে
  2020-01-28 16:06:58  cri

জানুয়ারি ২৮: চীনের বিভিন্ন প্রদেশের চিকিত্সক দল হুপেই প্রদেশের অভিনব করোনা ভাইরাসে সৃষ্ট মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজে সহায়তা দিচ্ছে। আজ (মঙ্গলবার) সকাল ১১টা পর্যন্ত ৩০টি দলের ৪১৩০ সদস্য হুপেই প্রদেশে পৌঁছেছে; আরও ১৩টি দলের প্রায় ২০০০ সদস্য এদিন সেখানে পৌঁছাবে। মঙ্গলবার অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মেডিকেল প্রশাসন বিভাগের উপপরিচালক চিয়াও ইয়া হুই এসব তথ্য জানান।

হুপেই প্রদেশে যাওয়া চিকিত্সকদের দলে শ্বাসকষ্ট, সংক্রামক রোগ, জটিল রোগের সেবাসংক্রান্ত চিকিত্সক ও নার্স, সামরিক ডাক্তার এবং চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ও পশ্চিমা চিকিত্সক রয়েছেন। চিয়াও ইয়া হুই বলেন, উহানের পাশাপাশি পার্শ্ববর্তী হুয়াং কাং, সিয়ান নিং, সিয়াও কান ইত্যাদি শহরের হাসপাতালে সহায়তা দেবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040