'বসন্ত উত্সবের সংগীত'
  2020-01-25 19:58:30  cri


বন্ধুরা, বসন্ত উত্সব হলো চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐহিত্যগত উত্সব। আমি এখানে শ্রোতাদেরকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানাই। তাহলে অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে চীনা ঐতিহ্যবাহী সংগীত 'বসন্ত উত্সবের ওভারচার' শোনাবো। এটি হলো 'বসন্ত উত্সব সংকলন সংগীত'-এর প্রথম অংশ। চীনের বিখ্যাত সুরকার ও সংগীতজ্ঞ লি হুয়ান চি গত শতাব্দীর ৫০'র দশকে চীনের বিপ্লবী ঘাঁটি ইয়ানআনে এটা রচনা করেন। এ সংগীতে স্থানীয় নাচ ইয়াংগ্য'র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। চলুন, আমরা সুন্দর সংগীত শুনি।

বন্ধুরা, শুনছিলেন সংগীত 'বসন্ত উত্সবের ওভারচার'। বসন্ত উত্সব হলো চীনা বর্ষের শুরু। আমরা অবশ্যই বছরের শুরুর দিকে ফসলের বাম্পার ফলন আশা করি। চীনে 'ফসল সংগীত' নামে একটি লোকসংগীত আছে। সংগীতে চীনা বৈশিষ্ট্যময় সুর শোনা যায়। আজকের অনুষ্ঠানে শোনাবো চীনা প্রাচীন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুচেংর একটি সুর। গুচেং হলো চীনের হান রাজবংশ (আড়াই হাজারেরও বেশি বছরের আগে) ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। কিন্তু এখনো গুচেং চীনে জনপ্রিয়। চলুন, আমরা একসঙ্গে গুচেংয়ের বাজনা শুনি।

বন্ধুরা, শুনছিলেন চীনের প্রাচীন বাদ্যযন্ত্র গুচেং'র সুর 'ফসল সংগীত'। এখন আমি আপনাদেরকে আরেকটি গুচেং সুর শোনাবো। সুরটির শিরোনাম 'সুন্দর বিশ্ব'। সুন্দর বিশ্ব আসলে আমাদের সবার আশা। নতুন বছরেও আমরা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা এবং বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন কামনা করি। পৃথিবী হলো আমাদের অভিন্ন পরিবার। আমাদের উচিত তাকে রক্ষা করা। আমরা মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করবো। চলুন, একসঙ্গে শুনি সুন্দর গুচেং সুর 'সুন্দর বিশ্ব'।

বন্ধুরা, শুনছিলেন গুচেং সুর 'সুন্দর বিশ্ব'। এখন আমি আপনাদেরকে 'চেংইউয়ে মেইহুয়া' শীর্ষক সুর শোনাবো। চীনা চান্দ্রপঞ্জিকার প্রথম মাসকে চীনা ভাষায় বলা হয়, চেংইউয়ে। মেহুয়া একধরণের ফুল। মেহুয়ার ইংরেজি নাম (Armeniaca mume Sieb)। ফুলটি দক্ষিণ চীনে প্রথমে আবিষ্কৃত হয়। মেহুয়া ফুল নিয়মিত ফুটে শীতকালে তথা চেংইউয়ে। চীনা বাদ্যযন্ত্রে বাজানো সুরটিতে বসন্ত উত্সবের আনন্দের আমেজ পাওয়া যায়। চলুন, আমরা একসঙ্গে সুরটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চীনা লোকসংগীতের সুর 'চেংইউয়ে মেইহুয়া'। এখন আমি আপনাদেরকে একটি ক্যান্টোনিজ ভাষার সংগীত শোনাবো। সংগীতের শিরোনাম 'বুবুগাও'। মানে ধাপে ধাপে উপরে ওঠা। সংগীতে নতুন বছরে সামর্থ্য বাড়ানো ও জীবনমান উন্নয়নের কথা বলা হয়েছে। সংগীতে গুয়াংদং প্রদেশের লোকসংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে আমরা একসঙ্গে সংগীত শুনি, কেমন?

বন্ধুরা, শুনছিলেন ক্যান্টোনিজ ভাষার সংগীত 'বুবুগাও'। চীনা মানুষ সাধারণত 'সুন্দর ফুল ও গোল চাঁদ' দিয়ে সুন্দর জীবন ও প্রয়োজন পূরণের কথা বোঝায়। আসলে শান্তি ও নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। সেজন্য আমি এখানে শ্রোতাদের জন্য শান্তি ও নিরাপত্তা এবং সুন্দর জীবন কামনা করি। তাহলে চলুন, আপনাদেরকে শোনাই 'সুন্দর ফুল ও গোল চাঁদ' শীর্ষক চীনা লোকসংগীত। চীনা ভাষায় সংগীতটির শিরোনাম 'হুয়া হাও ইউয়ে ইউয়ান'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040