কুও ফু ছেং(২)
  2019-12-03 10:47:13  cri

১৯৯৩ সালে কুও ফু ছেং চীনের মূলভূভাগের বিভিন্ন বড় বড় শহরে ১৭ বার সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। একই বছরের শেষ দিকে তিনি প্রথমবারের মত চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠেন এবং 'সব ভালোবাসা তোমার জন্য রাখবো' নামে গানটি পরিবেশন করেন।

১৯৯৪ সালে কুও ফু ছেং-এর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'বন্য শহর' বাজারে আসে। তখন থেকে কুও ফু ছেং-এর গানের বৈশিষ্ট্য এবং তাঁর নিজের ভাবমূর্তির পরিবর্তন হয়, হট গান এবং হট নৃত্য তার প্রতিনিধিত্বকারী বৈশিষ্ট্য।

১৯৯৭, ১৯৯৮ এবং ২০০০ সালে কুও ফু ছেং টানা তিন বার হংকংয়ের টিভিবি'র দশটি শ্রেষ্ঠ গান পুরস্কারের 'সবচেয়ে জনপ্রিয় পুরুষ কন্ঠশিল্পীর' পুরস্কার জিতে নেন।

১৯৯৮ সালে কুও ফু ছেং হংকংয়ের বেতারের দশটি চীনা ভাষার গানের 'বিশ্বের প্রবাসী চীনাদের সবচেয়ে পছন্দের পুরুষ কন্ঠশিল্পীর' পুরস্কার লাভ করেন।

১৯৯৯ সালে কুও ফু ছেং 'এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় হংকং পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার' লাভ করেন। বলা যায়, তখন কুও ফু ছেং নিজের সঙ্গীত জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছান।

১৯৯৮ সালে কুও ফু ছেং পেপসি পানীয় কোম্পানির ভাবমূর্তির দূত হন। তিনি জেনি জেকসনের সঙ্গে 'আস্ক ফর মোর' গানটি পরিবেশন করেন।

২০০২ সালে তিনি পেপসি কোম্পানির প্রদানকৃত সর্বোচ্চ পুরস্কার 'পেপসির সঙ্গীত পুরস্কার' লাভ করেন ।

২০০৫ সালে কুও ফু ছেং ও পেপসি কোম্পানির সঙ্গে আট বছরের সহযোগিতা সম্পর্ক শেষ হয়। ২০১৪ সালে দশ বছর পর কুও ফু ছেং আবারও পেপসির ভাবমূর্তির দূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং পেপসির বিজ্ঞাপনের থিমসং 'শেক ইয়োর বডি' পরিবেশন করেন।

২০০০ সালে যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্য কুও ফু ছেংকে 'আন্তর্জাতিক শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার' প্রদান করে। এ ছাড়া নেভাদা রাজ্য ২৩ সেপ্টেম্বরকে 'কুও ফু ছেং দিবস' হিসেবে নির্ধারণ করে।

২০০২ সালে কুও ফু ছেং সান ফ্রান্সিসকোতে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন এবং সান ফ্রান্সিসকোর মেয়র ২৩ ফেব্রুয়ারিকে 'কুও ফু ছেং দিবস' হিসেবে নির্ধারণ করেন।

২০১০ সালে সঙ্গীত মহলে কুও ফু ছেং-এর যোগদানের ২০ বছর বার্ষিকীতে তাঁর একটি স্মৃতি অ্যালবাম 'ভালোবাসার শেষ নেই' বাজারে আসে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুও ফু ছেং সম্পর্কে আরও তথ্য শেয়ার করলাম এবং তার কণ্ঠে আরও কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040