বিশ্ববিখ্যাত ঔষধ উত্পাদন কোম্পানি-পফিজারের চীনবিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তা হুয়াং হাই বলেন, আমদানি মেলায় বিভিন্ন দেশের সঙ্গে চীনের সুযোগ ভাগাভাগির দৃষ্টি দেখা দিয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে পফিজারের গত ৩০ বছরে নানা ক্ষেত্রে চালানো প্রচেষ্টা তুলে ধরা হয়েছে। আগামী ২০২০ সালে প্রতিষ্ঠানটি ১৬৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানিবিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে।
মেডট্রনিক প্রতিষ্ঠান প্রধানত চিকিত্সা প্রযুক্তি, পরিষেবা ও সমাধান প্রস্তাব প্রদান করতে থাকে। এ প্রতিষ্ঠান ৫০টিরও বেশি নব্যতাপ্রবর্তনশীল প্রযুক্তিগত পণ্য নিয়ে এ মেলায় অংশ নিয়েছে। প্রথম আমদানি মেলার তুলনায় এবারে প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন আরও বড় এবং পণ্য আরও বৈচিত্র্যময়। এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক চু ই নিং বলেন, মেডট্রনিক প্রতিষ্ঠান দ্বিতীয়বারের মতো মেলায় অংশ নিয়েছে। প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় প্রতিষ্ঠানটি 'সবচেয়ে ছোট পেসমেকার' প্রদর্শন করে, যা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। চলতি বছরের এ মেলায় সে পণ্য রাষ্ট্রীয় অনুমোদন পেয়ে বাজারে আসতে যাচ্ছে।
দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণকারীর দেশ, অঞ্চল ও প্রতিষ্ঠানের সংখ্যা প্রথম মেলার তুলনায় অনেক বেড়েছে। দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী মেলা নিয়ে প্রত্যাশা জানিয়েছে অংশগ্রহণকারীরা। (রুবি/টুটুল/শিশির)