মিশরের বাণিজ্য ও শিল্প ফেডারেশনে দেশটির প্রধান শিল্পপ্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘকাল ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠ বিনিময় ও সহযোগিতা করেছে তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি'র সঙ্গে দেখা করেছেন এজ। সি'র বক্তব্য সম্পর্কে তিনি বলেন, বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে আমি সি'র প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন করি। বহুপক্ষীয় ও দ্বিপাক্ষিক সহযোগিতায় সবাই উপকৃত হবে বলে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, মিশর 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা মিশর ও চীনের সহযোগিতায় সহায়তা করার পাশাপাশি বাণিজ্যের জন্যও সুবিধাজনক।
এজ মনে করেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ পদক্ষেপ মিশরের জন্য গুরুত্বপূর্ণ। চীনের বাজার অনেক বড়; মিশরের কৃষিজাত দ্রব্য চীনের বাজারে প্রবেশের ইচ্ছা জানান তিনি।
(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)