নভেম্বর ৫: শাংহাইয়ে দ্বিতীয় আন্তর্জাতিক আমদানি মেলায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বৈদেশিক উন্মুক্তকরণের ৫টি পদক্ষেপ ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বাজার উন্মুক্তকরণ সম্প্রসারণ করা, উন্মুক্তকরণের কাঠামো পূরণ করা, ব্যবসা পরিবেশ উন্নত করা, বহুপক্ষীয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করা এবং অব্যাহতভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নির্মাণ করা।
চীনের অর্থনীতির ভবিষ্যত আরো সুউজ্জ্বল হবে বলে বিশ্বাস করেন সি।
তিনি আরো বলেন, ইতিহাস থেকে দেখা যায়, চীনের উন্নয়ন মানবজাতির অগ্রগতির এক মহান কর্তব্য। বিভিন্ন দেশের বাজার, পুঁজি বিনিয়োগ, অর্থনীতির বৃদ্ধির সুযোগ দিতে উন্মুক্ত করবে চীন। (সুবর্ণা/টুটুল/শুয়েই ফেই ফেই)