সি বলেন, সহনশীল ও পারস্পরিক উপকারিতার ভবিষ্যত বাস্তবায়নে জাতিসংঘ সনদের ভিত্তিতে গঠিত নীতিমালা ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা, বহুপক্ষবাদের মূল্য ও নিয়মে অবিচল থাকা এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের স্বাধীনতা ও সুবিধাকরণ বাস্তবায়ন করা উচিত, যাতে বিশ্বের অর্থনীতির উন্মুক্ত, সহনশীল, সর্বকল্যাণকর, ভারসাম্য ও 'উইন-উইন' উন্নয়ন বাস্তবায়ন করা যায়।
সি জোর দিয়ে বলেন, বিভিন্ন পক্ষের উচিত জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়নের এজেন্ডা বাস্তবায়ন করা, অনুন্নত দেশগুলোকে সহায়তা জোরদার করা এবং উন্নয়নের সাফল্য আরো বেশি দেশ ও জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া। (সুবর্ণা/টুটুল/শুয়েই ফেই ফেই)