তিনি বলেন, চলমান বিশ্বে অর্থনীতির মূল্য চেইন আর সরবরাহ চেইন গভীরভাবে উন্নত হয় এবং বিভিন্ন দেশের অর্থনীতির সংমিশ্রণের প্রবণতা দেখা দেয়। অসঙ্গতি ও মতভেদের সম্মুখীনে পরামর্শ ও সহযোগিতা হবে সঠিক পথ। সমানভাবে সহাবস্থান আর পারস্পরিক সমঝোতা যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম।
সি আরো বলেন, উন্মুক্তকরণে উন্নয়ন বাস্তবায়ন করা এবং গভীরভাবে বিনিময় ও সহযোগিতা জোরদার করা, দৃঢ়ভাবে বাণিজ্যের সংরক্ষণবাদ এ একতরফাবাদের বিরোধিতা করা ও অব্যাহতভাবে বাণিজ্যের বাধা নির্মূল করা উচিত, যাতে বিশ্বের মূল্য চেইন ও সরবরাহ চেইন পূরণ করা যায় এবং বাজারের চাহিদা মেটানো যায়। (সুবর্ণা/টুটুল/শুয়েই ফেই ফেই)