মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন আন্তর্জাতিক বিখ্যাত সেবা ও বাণিজ্যিক শিল্পপ্রতিষ্ঠান দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় কি কি ধরনের পরিষেবা পণ্য ও পরিকল্পনা বয়ে আনতে পারে?
বিশ্বের অ্যাকাউন্টিং ফার্ম হিসেবে Deloitte Touche Tohmatsu Limited ডেলয়েট তোচে তোহমাতসু লিমিটেডর দায়িত্বশীল কর্মকর্তা ম্যাডাম লিউ মিং হুয়া সাংবাদিকদের কাছে তাদের কোম্পানির বয়ে আনা প্রধান পরিষেবা পণ্য বা ম্যাজিক দেয়াল প্রসঙ্গে ব্যাখ্যা করেন। তিনি বলেন,
'এটি হলো বিশ্বের বৃহত্তম ট্রাক নির্মাতাদের জন্য আমাদের নকশা করা ডিজিটাল প্ল্যাটফর্ম সমাধান পরিকল্পনা। ম্যাজিক দেয়াল কি? এটি হলো উপাত্তের ক্ষেত্রে সৃজনশীল স্পর্শযোগ্য বুদ্ধিমান পণ্য। এক সেকেন্ডের মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রত্যেককে নিয়ে যেতে সক্ষম। ডেলয়েট তোচে তোহমাতসু লিমিটেডের সাহায্যে আমরা দেখতে পারি, বিভিন্ন জায়গার সরকার ও শিল্পপ্রতিষ্ঠান কিভাবে ডিজিটালের মাধ্যমে রূপান্তর হতে পারে।'
গত বছরের প্রথম আমদানি মেলায় ডেলয়েট তোচে তোহমাতসু লিমিটেড প্রথমবারের মতো 'বুদ্ধিমান শহর' পরিকল্পনা প্রকাশ করে। চলতি বছর কোম্পানি অব্যাহতভাবে মেলায় অংশ নেয় এবং নিজের বরাদ্দ বৃদ্ধি করে। ম্যাডাম লিউ মিং হুয়া বলেন,
'দ্বিতীয় আমদানি মেলার টিকিট সহজেই পাওয়া যায় না। প্রথম মেলায় আমরা অনেক ভালো সাফল্য অর্জন করেছি। তাই দ্বিতীয় আমদানি মেলায় আমরা নিজের স্টলের আয়তন দ্বিগুণ বাড়িয়েছি।'
সবচেয়ে আগে চীনের বাজারে প্রবেশ করা আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রতিষ্ঠান হিসেবে জার্মানির TUV Rheinland টিইউভি রেইনল্যান্ড গত বছরের ৮ নভেম্বর দ্বিতীয় আমদানি মেলায় অংশ নেওয়ার চুক্তি স্বাক্ষর করে।
চলতি বছর জার্মানির এই কোম্পানি পরমাণু শক্তির নিরাপত্তা, পরিবেশ বান্ধব ও আবর্জনা নিষ্পত্তি, ডিজিটাল ও তথ্যের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রের সেবা ও সমাধানের পরিকল্পনা নিয়ে এসেছে। কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা লি থাও বলেন,
'আমাদের বয়ে আনা পণ্য প্রযুক্তিগত সেবার সঙ্গে সম্পর্কিত। যেমন আবর্জনা নিষ্পত্তির ক্ষেত্রে,কোনো কোনো আবর্জনা ব্যাগ ব্যবহারের পর ক্ষয় করতে পারে কিনা? আমরা এসব প্যাকেজ নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষা ও সার্টিফিকেশন করতে পারি।'
সবচেয়ে আগে চীনের বাজারে প্রবেশ করা আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রতিষ্ঠান হিসেবে জার্মানির TUV Rheinland টিইউভি রেইনল্যান্ড হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণের অংশগ্রহণকারী ও সাক্ষী। আমদানি মেলা প্রসঙ্গে লি থাও মনে করেন,
'আমি মনে করি, আমদানি মেলা হলো একটি প্লাটফর্ম। আমরা আশা করি, আমাদের পণ্য ভালোভাবে বিক্রি করতে পারবো। শুধু তাই নয়, আমাদের অর্থনীতি, জনগণের জীবন উন্নত হয়ে উঠবে।'
দ্বিতীয় আমদানি মেলা চলাকালে অনেক পরিষেবা ও বাণিজ্য শিল্পপ্রতিষ্ঠান তাদের সবচেয়ে উন্নত প্রবণতা ও সমাধানের পরিকল্পনা প্রদর্শন করবে। ডেলয়েট তোচে তোহমাতসু লিমিটেডের দায়িত্বশীল কর্মকর্তা ম্যাডাম লিউ মিং হুয়া বলেন,
'চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে বিদেশি ব্যবসায়ীদের কাছে চীনের আকর্ষণীয় শক্তি বেড়ে যাচ্ছে। চীনের আন্তর্জাতিক আমদানি মেলা হলো দেশের সঙ্গে দেশের যোগাযোগের সেতু। দ্বিতীয় আমদানি মেলা সফল হবে এই প্রত্যাশা করি।'
লিলি/টুটুল