সাক্ষাত্কারে ল'রিয়েলের চেয়ারম্যান ও সিইও জঁ-পল বলেন, চীন হলো উন্মুক্ত অর্থনীতির পক্ষের শক্তি। আমদানি মেলা বাণিজ্যিক উন্নয়ন এবং দেশের সঙ্গে দেশের বিনিময় বেগবান করতে সক্ষম। এটি হলো চীনের উন্মুক্ততার প্রতীক। চীনের অর্থনীতির ভবিষ্যত অনেক উজ্জ্বল।
যুক্তরাষ্ট্রের জনসন কন্ট্রোলস ইন্টারন্যাশনালের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ভিসাল লেং বলেন, আমদানি মেলা হলো আন্তর্জাতিক পর্যায়ের মেলা। তিনি জানান, গত বছরের মেলায় তার কোম্পানি ৭টি সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে ৩ কোটি মার্কিন ডলারের প্রকল্প বাস্তবায়নের কাজ পায়। তিনি আরও বলেন, আমদানি মেলা গ্রাহকদের পণ্য প্রদর্শনের প্লাটফর্ম শুধু তাই নয়, বরং এটি চীনা ভোক্তাদের সঙ্গে বিদেশি কোম্পানির যোগাযোগের সেতুও বটে। (লিলি/আালিম)