'দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা' শাংহাইয়ে অনুষ্ঠিত হবে; প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে
  2019-10-15 16:34:00  cri


অক্টোবর ১৫: 'দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা' আগামী ৫ নভেম্বর শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। বর্তমানে এর প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এ বছরের মেলায় ৭টি বিভাগ আছে। সরঞ্জাম প্রদর্শনী অঞ্চলের মোট আয়তন ৬০ হাজার বর্গমিটার। প্রায় ৩০০টি কোম্পানি এতে অংশ নেবে। এতে উত্পাদন প্রক্রিয়াকরণ, বিমান চলাচল ও মহাশূন্য, রোবট, ইত্যাদি সরঞ্জাম প্রদর্শন করা হবে। প্রদর্শনী অঞ্চলের আয়তন ৬৩ হাজার বর্গমিটার, প্রধানত পোশাক, নিত্যপ্রয়োজনীয় পণ্য, আসবাবপত্র, প্রসাধন সামগ্রী ইত্যাদি পণ্য প্রদর্শিত হবে। আসন্ন মেলায় ৮৬টি দেশের ৮৮০টি কোম্পানি অংশ নেবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040