উল্লেখ্য, তুরস্কের প্রদর্শনী পণ্যে সিরামিক পণ্য, টেরি কাপড়, বোনা কাপড়, ধাতব টেবিলওয়ার, কারুপণ্য ও চিকিত্সা সরঞ্জামসহ সেদেশের বিভিন্ন বৈশিষ্ট্যময় পণ্য রয়েছে।
জানা গেছে, তুরস্ক ও ইউরোপের অনেক বিখ্যাত প্রতিষ্ঠান আমদানি মেলায় অংশ নিচ্ছে।
(ছাই/তৌহিদ/তুহিনা)