যুক্তরাষ্ট্রের উচিত আর্থ-বাণিজ্যিক সংলাপের প্রাক্কালে আন্তরিকতা দেখানো: সিআরআই সম্পাদকীয়
  2019-10-09 16:57:02  cri
অক্টোবর ৯: যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প ও নিরাপত্তা ব্যুরো বা বিআইএস গতকাল (মঙ্গলবার) সিনচিয়াংয়ে 'মুসলিমদের দমন করা হচ্ছে'—এমন মিথ্যা অজুহাতে চীনের ২৮টি সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা-তালিকায় অনর্ভুক্ত করে।

১০ই অক্টোবর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার উচ্চ পর্যায়ের আর্থ-বাণিজ্যিক সংলাপ শুরুর প্রাক্কালে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই এই আচরণ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। চলতি বছরের ১৬ মে থেকে বিআইএস চতুর্থ বারের মতো কোনো চীনা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে এমন আচরণ করলো।

সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ে অর্থনীতি উন্নত হচ্ছে এবং সমাজ স্থিতিশীল হচ্ছে। বিগত তিন বছরে সেখানে কোনো সন্ত্রাসী হামলা ঘটেনি। চীনের সিনচিয়াং পরিচালনার নীতি ও ব্যবস্থা সেখানকার বিভিন্ন জাতির জনগণের স্বীকৃতি পেয়েছে। এসব বাস্তবতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র চীনের সংশ্লিস্ট সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং মানবাধিকারের অজুহাতে চীনের সিনচিয়াংনীতির ব্যাপারে মিথ্যাচার করছে, যা অগ্রহণযোগ্য ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে প্রত্যক্ষ হস্তক্ষেপ। এই আচরণ আর্থ-বাণিজ্যিক সংলাপে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা অমূলক নয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040