৮ জন  গণপ্রজাতন্ত্র পদকপ্রাপ্ত ব্যক্তির পরিচয়
  2019-10-02 14:39:36  cri

৪. লি ইয়ান নিয়ান

১৯২৮ সালে হ্য পেই প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালের অক্টোবর মাসে গণমুক্তি ফৌজে যোগ দেন। তিনি যথাক্রমে মুক্তিযুদ্ধ, মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্যদানের যুদ্ধ, সীমান্তরক্ষাসহ নানা যুদ্ধে অংশ নেন এবং স্বেচ্ছাসেবক বাহিনী তাকে প্রথম শ্রেণীর বীর খেতাব দেয়। অবসর নেয়ার পর তিনি দেশের কাছ থেকে কোনো সুবিধা নেননি; বরং নানা শিক্ষা কর্মকাণ্ডে অংশ নেন। (রে) তিনি বলেন, "সৈনিক হবার প্রথম দিন থেকে আমি আমার এ প্রাণ দেশের উদ্দেশ্যে উত্সর্গ করেছি।"

1  2  3  4  5  6  7  8  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040