এক লাখেরও বেশি গ্রামে দারিদ্র্যমোচনে সহায়তা করেছে ৮০ হাজারেরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান
  2019-09-22 19:17:13  cri
সেপ্টেম্বর ২২: চীনের অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান ইতিবাচকভাবে দারিদ্র্যবিমোচন অভিযানে অংশ নিয়েছে। গত জুন মাস পর্যন্ত চীনের ৮৮ হাজার ১০০টি বেসরকারি প্রতিষ্ঠান দারিদ্র্যবিমোচনে অংশ নেয় এবং ১ লাখ ২ হাজার ৭০০টি গ্রামকে সহায়তা করেছে। এতে এক কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছে।

জাতীয় শিল্প ও বাণিজ্য ফেডারেশনের ভাইস চেয়ারম্যান স্যিয়ে জিং রং সম্প্রতি আয়োজিত সপ্তম চীনা দাতব্য মেলায় বলেন, ২০১৭ সাল থেকে জাতীয় শিল্প ও বাণিজ্য ফেডারেশন পৃথক পৃথকভাবে নুচিয়াং, নিংস্যিয়া ও নানজিয়াং দাতব্য ভ্রমণ, তিব্বতে দারিদ্র্যবিমোচন ভ্রমণ এবং নানচিয়াং ভ্রমণের আয়োজন করে। এসময় পাঁচশ'রও বেশি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এতে ৩.০৭ কোটি ইউয়ান বিনিয়োগ হয়েছে।

এদিকে, 'দশ হাজার প্রতিষ্ঠান এক লাখ গ্রামকে সহায়তা' অভিযান চালুর পর এ পর্যন্ত শিল্প খাতে বিনিয়োগ হয়েছে ৭৫.৩ বিলিয়ন ইউয়ান এবং সহায়তা পেয়েছে ৬২.৮ লাখ মানুষ।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040