সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও সংরক্ষণবাদের প্রতিবাদে চীন তিন দফা পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীনের শুল্ক আরোপের মূল লক্ষ্য শিল্পপ্রতিষ্ঠানের শুল্ক আদায় নয়, বরং দেশ ও জনগণের স্বার্থ সংরক্ষণ করা। বাণিজ্যিক সংঘাতে কোনো বিজয়ী নেই, যা শিল্পপ্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চীন বাণিজ্যিক সংঘাতের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যথাসাধ্য চীনে নানা শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করে যাবে চীন।
সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, বহিঃর্ভূত তালিকা প্রকাশের এক বছরের মধ্যে চীন সে পণ্যের ওপর আরও শুল্ক আরোপ করবে না। যে শুল্ক ফেরত দেওয়া যায়, তাদের শুল্ক ফেরত দেয়া হবে। (রুবি/টুটুল/শিশির)