সাম্প্রতিক বছরগুলোতে চীনের হোপেই প্রদেশের থাংশান শহরের বিভিন্ন গ্রামে কৃষকরা আঙ্গুর চাষ করে স্থানীয় দারিদ্র্য-বিমোচন বাস্তবায়ন করেন। ওয়াংথান জেলায় ৩৩০০টিরও বেশি পরিবার আঙ্গুর চাষের সঙ্গে যুক্ত। এখানে বার্ষিক আঙ্গুর উত্পাদনের পরিমাণ ৬১০০ টনেরও বেশি। বার্ষিক আয় ৬.৯ কোটি ইউয়ান। (সুবর্ণা/টুটুল)