বিদেশি পুঁজি বিনিয়োগ প্রকল্পের মধ্যে ইউরোপ ও আমেরিকার পরিমাণ বেশি। চুক্তি অনুযায়ী মার্কিন জেপি মর্গান ৮০ কোটি ইউয়ান বিনিয়োগে শাংহাইয়ে চীনের প্রথম বিদেশি পুঁজি নিয়ন্ত্রণ শেয়ার কোম্পানি স্থাপন করবে। জার্মান আলিয়ানজ এসই ১০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করে শাংহাইয়ে চীনের প্রথম বিদেশি পুঁজি নিয়ন্ত্রণ বীমা কোম্পানি স্থাপন করবে। সুইজারল্যান্ডের ইনেওস গ্রুপ লিমিটেড ১.৯ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করে শাংহাইয়ে তাদের সদরদপ্তর তৈরি করবে। তা ছাড়া, ফ্রান্সের পিএসএ পেজো সিথোয়েন, জাপানের লাওসন এবং সিঙ্গাপুরের বোস্টেড গ্রুপও বিভিন্ন প্রকল্পে পুঁজি বিনিয়োগ করতে যাচ্ছে।
শাংহাই বাণিজ্য কমিটির পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর শাংহাইয়ে বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলে নতুন প্রকল্প, চুক্তি ও পুঁজির পরিমাণ গত বছরের চেয়ে ১০ শতাংশেরও বেশি হয়েছে।
(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)