মে ২৭: চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে ২৬ মে বেইজিংয়ের ৩০০জনেরও বেশি চিকিত্সক ও স্বেচ্ছাসেবক লাসা গিয়েছেন। তারা স্থানীয় মানুষদের চিকিত্সা সেবা দেবেন।
৩০০জন চিকিত্সক ৬টি দলে বিভক্ত হয়ে আলাদাভাবে তিব্বতের লাসা, শিকাচে ও লিনজিসহ বিভিন্ন জেলায় যাবেন। আগামী ৭ দিন বিভিন্ন হাসপাতাল ও চিকিত্সা প্রতিষ্ঠানে বিনা খরচে স্থানীয় অধিবাসীদের চিকিত্সা সেবা দেবেন তারা।
গতকাল (রোববার) বিকেলে শিকাচে শহরের রেনবু জেলায় ছিয়াংছিন মন্দিরের ৭০ জনেরও বেশি সন্ন্যাসীর চিকিত্সা দেন বেইজিংয়ের চিকিত্সকরা। তারা স্থানীয় দোভাষীর মাধ্যমে ওষুধ খাওয়ার পদ্ধতি বুঝিয়ে দেন।
উল্লেখ্য, 'এক চীনা হৃদয়' কল্যাণমূলক প্রকল্প ১০ বছর আগে শুরু হয়ে; যা চীনের রেডক্রস তহবিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়। গত ১০ বছরে চীনের ৪০০টি হাসপাতালের ২০টি বিভাগের ২২ হাজারেরও বেশি বিশেষজ্ঞ চিকিত্সক ও অধ্যাপক চীনের ২০টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে চিকিত্সাকাজে অংশ নিয়েছেন এবং তিব্বতের বিভিন্ন এলাকার ৫ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষের চিকিত্সা দিয়েছেন।
(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)