মে ২১: মঙ্গোলিয়ান ভাষায় 'বেআনোভু' অর্থ হচ্ছে 'সমৃদ্ধ গ্রাম'। চীনের ইনার মঙ্গোলিয়ায় এমন নামের গ্রামের সংখ্যা ১০টিরও বেশি। মঙ্গোলীয় জাতির সংস্কৃতির প্রতীক হিসেবে হিআনগান অঙ্গরাজ্যের এমতিন গলে অবস্থিত 'বেআনোভু' হোলিন হ্রদের তীরে স্থাপিত। এখানে প্রাচীনকালের সিপো জাতির রীতিনীতি অনুযায়ী ওভু স্থাপিত হয়। ওভু-তে শ্রদ্ধানিবেদন অনুষ্ঠান মঙ্গোলীয় জাতিগুলোর ঐতিহ্যিক অনুষ্ঠানগুলোর অন্যতম। চীনের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী, প্রতি বছরের মে মাসে আয়োজিত হয় এ অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দারা জাতীয় পোশাক পড়ে অনুষ্ঠানে অংশ নেয়। (সুবর্ণা/আলিম)