উদ্বোধনী অনুষ্ঠান
গত রোববার '২০১৯ বিশ্ব চীনা গোলাপ ফুল সম্মেলন' বা 'নবম চীনা গোলাপ ফুল প্রদর্শনী' চীনের হ্যনান প্রদেশের নান ইয়াং শহরে উদ্বোধন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ ১৮টি দেশের পর্যটক এতে অংশ নিয়েছেন। নান ইয়াং শহরে লাখ লাখ গোলাপ ফুল ফুটেছে। শহরের ১৮টি উদ্যান দেশ বিদেশের পর্যটকদের অভ্যর্থনা জানায়।
নান ইয়াং শহরের চীনা গোলাপ ফুল
জানা গেছে, '২০১৯ বিশ্ব চীনা গোলাপ ফুল সম্মেলন' হলো নান ইয়াং শহরের বৃহত্তম ও সর্বোচ্চ মর্যাদার আন্তর্জাতিক ফুল সম্মেলন। সম্মেলন চলাকালে 'ফুল, জেড ও ওষুধ'-এর প্রতিপাদ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। নান ইয়াং শহর এবার সম্মেলনের মাধ্যমে উন্মুক্তকরণ ও সহযোগিতা সম্প্রসারণ করবে এবং 'বিশ্বের চীনা গোলাপখ্যাত শহর' হিসেবে নিজেদের উন্নত করবে।
সম্মেলনে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়ার প্রতিনিধি মার্টিন বিস্চোফ
সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি মার্টিন বিস্চোফ বলেন, নান ইয়াং শহরের সব জায়গায় প্রস্ফুটিত চীনা গোলাপ দেখা যায়। শহরের বিভিন্ন উদ্যানও খুব বৈশিষ্ট্যময়। নান ইয়াং খুব সুন্দর একটি শহর।
(শুয়েই/তৌহিদ/আকাশ)