কৃষির মাধ্যমে দারিদ্র্যবিমোচন করেছে তুলং জাতি
  2019-04-28 11:27:19  cri

এপ্রিল ২৮: ২০১৮ সালে তুলং জাতি পুরোপুরি দারিদ্র্যমুক্ত হয়েছে। চীনের ঐতিহ্যিক ঔষধি উদ্ভিদ আর মাশরুম চাষ, মুরগী এবং মৌমাছি প্রজননসহ ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে গ্রামবাসীদের জীবন ব্যাপক উন্নত হয়েছে।

 

স্থানীয়রা বিশেষ ধরনের ফল- ঘাসফল চাষ করেন। এ ফল চাষ করে দারিদ্র্যবিমোচন বাস্তবায়িত হয়েছে। তা ছাড়া, তুলং মুরগী ও মৌমাছি প্রজনন এবং চা চাষের মাধ্যমে গত বছরের শেষ দিকে তুলং জাতির কৃষকদের মাথাপিছু আয় দাঁড়ায় ৬১২২ ইউয়ান।

(সুবর্ণা/তৌহিদ)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040