উল্লেখ্য, 'সি ছি পিন লি' গাছটি অতি খরা ও লবণাক্ত মাটিতে টিকে থাকা গাছের মধ্যে অন্যতম। মরুভূমিতে এ গাছটি চার বছর পর ১.৮ মিটার উঁচু হয়, আর এর শিকড় চার মিটারেরও বেশি গভীরে পৌঁছে যায়। গাছটি বড় হলে পানি দিতে হয় না, আর গাছের পাতা পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
(সুবর্ণা/তৌহিদ)