কুয়াংতোংয়ে শুনদে গ্রাম পর্যায়ের শিল্প পার্ক সংস্কার চলছে
  2019-04-11 17:22:16  cri

এপ্রিল ১১: গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধার কাজ এগিয়ে নিতে ভূমির কার্যকর ব্যবহার বাড়ানো এবং শিল্পে রূপান্তর জোরদার করতে গত বছরের এপ্রিল মাস থেকে কুয়াংতোং প্রদেশের ফোশান শহরের শুনদে জেলা আনুষ্ঠানিকভাবে গ্রাম পর্যায়ের শিল্প পার্ক রূপান্তর ও পুনর্গঠন কাজ শুরু করেছে। গত বছর এ খাতে মোট ২২৮.৬ কোটি ইউয়ান বরাদ্দ দেওয়া হয়।

সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর পর থেকে গ্রাম পর্যায়ের শিল্প পার্ক শুনদে জেলার অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অবদান রেখেছে। তবে বর্তমানে অধিকাংশ গ্রাম পর্যায়ের শিল্প পার্ক পিছিয়ে রয়েছে, যা শুনদের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040