ম্যাকাওতে তিব্বতের লক্ষ লক্ষ ভূমিদাস মুক্তির ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে ছবি প্রদর্শনী
এপ্রিল ১০: গতকাল(মঙ্গলবার) থেকে চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৈত্রী চত্বরে তিব্বতের লক্ষ লক্ষ ভূমিদাস মুক্তির ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে ছবি প্রদর্শনী শুরু হয়েছে। একমাস ব্যাপী প্রদর্শনীতে তিব্বতের গণতান্ত্রিক সংস্কার ও গত ৬০ বছরের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাফল্য তুলে ধরা হবে। 'লক্ষ লক্ষ ভূমিদাসের মুক্তি', 'অর্থনীতি ও সমাজের ঐতিহাসিক উল্লম্ফন উন্নয়ন', 'শ্রেষ্ঠ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ', 'তিব্বতের ধর্ম বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিতকরণ' আর 'সুন্দর তিব্বত গড়ে তোলা'সহ ৫টি প্রতিপাদ্যে ৪২৫টি শ্রেষ্ঠ ছবি প্রদর্শন করা হচ্ছে। (সুবর্ণা/টুটুল/রুবি)