ফোরামে চীন ও তিউনিসিয়ার দুই শতাধিক সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, ও ব্যবসায়ীপ্রতিনিধি অংশগ্রহণ করেন। বিডিএস ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ফোরামে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়। ফোরাম চলাকালে অংশগ্রহণকারীরা বিডিএস-এর প্রয়োগ-কৌশল পর্যবেক্ষণ করেন।
ফোরাম থেকে 'দ্বিতীয় চীন-আরব পেইতৌ সহযোগিতা ফোরামের যৌথ বিবৃতি' প্রকাশ করা হয়। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, দু'পক্ষ স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করবে এবং বাস্তব ব্যবস্থা নিয়ে ফোরামে অর্জিত মতৈক্য বাস্তবায়ন করবে। তা ছাড়া, শিক্ষা ও প্রশিক্ষণ, পরীক্ষা ও মূল্যায়ন, প্রযুক্তি উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে। ২০২১ সালে চীনে তৃতীয় চীন-আরব পেইতৌ সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। (স্বর্ণা/আলিম/মুক্তা)