অনুষ্ঠানে চীনের তিব্বতি সংস্কৃতি প্রকাশনালয়ের প্রধান হুং থাও বলেন, গত ৬০ বছরে তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের সাফল্য সার্বিকভাবে তুলে ধরতে গ্রন্থগুলো প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রন্থগুলোতে সংশ্লিষ্ট ছবি, ব্যক্তিবর্গের জীবনী, ভ্রমণ-কাহিনীসহ বিগত ৬০ বছরে তিব্বতের ব্যাপক সংস্কারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
চীনের কেন্দ্রীয় জাতিগত বিশ্ববিদ্যালয় ও বেইজিং তিব্বতি মাধ্যমিক স্কুলের ছাত্রপ্রতিনিধিরা অনুষ্ঠানে বলেন, গ্রন্থগুলোর মাধ্যমে তিব্বতের ইতিহাস ও গণতান্ত্রিক সংস্কারের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাঁরা আশা করেন, অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য তুলনা করার সুযোগ পাওয়া যাবে এসব বই পড়ে। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)