ছাংতু শহরের সংস্কার ২০১২ সালের এপ্রিল থেকে শুরু হয় এবং ২০১৫ সালের অক্টোবর মাসে শেষ হয়। নতুন শহর নির্মাণে স্থানীয় সরকার বৈশিষ্ট্যময় স্থাপত্য রক্ষা করে। শহরটিতে নতুন করে ৩টি চত্ত্বর, একটি পার্ক নির্মিত হবে।
বর্তমানে ছাংতু শহর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল পর্যায়ের স্বাস্থ্যকর শহর ও গার্ডেন সিটিতে পরিণত হয়েছে। (রুবি/টুটুল)