চীন দৃঢ়ভাবে নীল আকাশ সুরক্ষার যুদ্ধে জয় লাভ করবে: চীনের প্রকৃতি ও পরিবেশবিষয়ক মন্ত্রী
  2019-03-11 18:28:48  cri
মার্চ ১১: চীনা প্রকৃতি ও পরিবেশবিষয়ক মন্ত্রী লি কান চিয়ে আজ (সোমবার) বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীনের প্রকৃতি ও পরিবেশ মন্ত্রণালয় দৃঢ়ভাবে নীল আকাশ সুরক্ষার যুদ্ধে জয় লাভ করবে।

তিনি বলেন, 'নীল আকাশ সুরক্ষার যুদ্ধ'-এর নকশা ও পরিচালনার মৌলিক কাঠামো নির্মাণ মোটামুটি সম্পন্ন হয়েছে। ২০১৮ সালে চীনে বাতাসের পিএম ২০১৭ সালের চেয়ে ৯.৩ শতাংশ কমেছে। বেইজিং, থিয়ানচিন ও হ্যবেই এবং কাছাকাছি এলাকায় পিএম ১১.৮ শতাংশ কমেছে।

তিনি আরো বলেন, 'নীল আকাশ সুরক্ষার যুদ্ধ' পরিকল্পনার কর্মসূচি, রোডম্যাপ, সময় তালিকা ও দায়িত্ব নির্ধারিত হয়েছে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040