তিব্বত চলতি বছর অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি নিশ্চিত করবে:তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান
  2019-03-08 10:07:54  cri

মার্চ ৮: বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তিব্বত প্রতিনিধিদল গত বুধবার বিকালে উন্মুক্ত আলোচনা আয়োজন করে।

এতে প্রতিনিধিরা উন্নয়ন, জনগণের জীবনযাপন, পরিবেশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, তারা তিব্বতের অর্থনীতি, সমাজ ও জনগণের জীবনযাপনের পরিবর্তনও বর্ণনা করেন।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান জিজালা বলেন, অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন নিশ্চিত করতে হবে। ২০১৮ সালে তিব্বত সরবরাহের কাঠামোগত সংস্কার দ্রুততর করেছে, শিল্পের কাঠামোর রূপান্তর জোরদার করেছে, অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়ন করেছে।

২০১৮ সালে তিব্বতের জিডিপির প্রবৃদ্ধি ৯.১ শতাংশ, যা দেশের শীর্ষ স্থানে রয়েছে। জিজালা বলেন, চলতি বছর তিব্বতের অর্থনীতির প্রবৃদ্ধির হার অব্যাহতভাবে দেশের শীর্ষ স্থানে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040