অধিবেশনে তিনি বলেন, প্রথম আন্তর্জাতিক আমদানি মেলা খুব সফল হয়েছে। তা দেশে-বিদেশে অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে। দ্বিতীয় আমদানি মেলা আয়োজন করা চীনের আরো উন্মুক্তকরণ রাষ্ট্রনীতির একটি প্রতিফলন। তা চীনের আন্তর্জাতিক ইমেজের জন্য খুব গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, গত বারের অভিজ্ঞতা থেকে শিখে সংশ্লিষ্ট প্রস্তুতি কাজ সম্পূর্ণ করে সাংগঠনিকভাবে পরিসেবার মান আরো উন্নীত করা উচিত। এবারের মেলার জন্য নীতিগত সমর্থন এবং বিভিন্ন বিভাগের সমন্বয় আরো বেশি এবং সুষ্ঠু হবে। যাতে দ্বিতীয় মেলাও প্রথম বারের মত সফল হবে।
(স্বর্ণা/টুটুল)