পশ্চিমা গণমাধ্যম চীনের উন্মুক্তকরণ নীতির প্রশংসা করেছে
  2018-11-09 20:08:52  cri
নভেম্বর ৯: গত ৫ নভেম্বর শাংহাইয়ে 'প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা' শুরু হয়। তখন থেকেই মেলার ওপর ঘনিষ্ঠ নজর রাখছে পশ্চিমা গণমাধ্যমগুলো। চীনের উন্মুক্তকরণ নীতি এবং আরও উন্মুক্ত চীনা বাজারের প্রশংসা করেছে তারা।

ইতালিয়ান গণমাধ্যমে বলা হয়, উন্মুক্তকরণ বাড়ানো এবং আমদানি জোরদারের ব্যাপারে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ৫টি ব্যবস্থা মনোযোগ কেড়েছে। তাদের মতে এটি আরও একটি খোলা চীনা বাজার নিশ্চিত করবে। এবার চীন আন্তর্জাতিক আমদানি এক্সপো তিন হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান আকর্ষণ করেছে। এর মধ্যে ইতালির অনেকগুলো কোম্পানি রয়েছে। ইতালির গণমাধ্যম এ মেলাকে 'গ্লোবাল ট্রেড অলিম্পিক' বলে উল্লেখ করেছে।

পর্তুগিজ প্রেস এসোসিয়েশনের সভাপতি প্রেসিডেন্ট সি'র ভাষণ শোনার পর বলেছেন, চীনের উন্মুক্ত ও সহযোগিতার তথ্য বিশ্বকে পাঠানো খুবই গুরুত্বপূর্ণ। এ তথ্য ভবিষ্যত বিশ্বের উন্নয়নের ভিত্তি উন্মুক্তকরণ এবং অবাধ্য বাণিজ্যে সহায়ক।

ব্রাজিলের জাতীয় যোগাযোগ কর্পোরেশন টেলিভিশন স্টেশনের পরিচালক প্রথম চীন সফর করেছেন। চীন ও বিশ্বের অর্থনৈতিক ভবিষ্যতে তার আস্থা রয়েছে। চীনের উন্মুক্তকরণের আন্তরিকতা অনুভাব করেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040