৩০ কোটি মানুষের স্কি চীনের স্কি প্রকল্পে সোনালী যুগ তৈরি করবে
  2017-11-20 16:59:44  cri

 


সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে ক্রীড়া জোরদার করে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসে সাফল্যের প্রতি আশাবাদ প্রকাশ করা হয়েছে। এ সম্পর্কে সম্মেলনের প্রতিনিধি চীনের ফিগার স্কেটিংয়ের প্রধান কোচ চাও হুং বো সিআরআই-তে বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। প্রায় ২০ বছর ধরে ফিগার স্কেটিং করছেন কোচ চাও এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অনেক পদক লাভ করেছেন তিনি। বিশেষ করে ২০১০ সালে ৩৭ বছর বয়সে তাঁর পার্টনার শেন স্যুয়ে'র সাথে চীনের জন্য শীত্কালীন অলিম্পিক গেমসের স্বর্ণপদক লাভ করেন এবং এ ইভেন্টে রাশিয়ার পরপর ৪৬ বছরের স্বর্ণপদক লাভের ইতিহাস ভেঙে দেন। অবসর নেওয়ার পর তিনি কোচ হিসেবে ফিগার স্কেটিং নিয়ে লেখাপড়া করেন। সিপিসি'র কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তাঁর অনুভূতি নিয়ে তিনি বলেন,

'আমি অনেক গর্বিত। আমাদের দেশ দ্রুত উন্নতি করছে এবং বড়দেশ থেকে শক্তিশালী দেশে পরিণত হওয়ার পথে চীনা সংস্কৃতির আত্মবিশ্বাস সম্প্রসারণ করতে হবে। ক্রীড়া এ সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক মঞ্চে চীনা খেলোয়াড়দের প্রচেষ্টায় পাঁচ তারকাবিশিষ্ট পতাকা বারবার উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীতও প্রচার করা হয়। তা আমাদের এ যুগের উন্নয়নের ভিত্তি। মাতৃভূমির মর্যাদায় নিজের দায়িত্ব পালন করতে হবে।'

কোচ চাওয়ের মনে চীনের শীত্কালীন গেমসে গত ৫ বছরে ব্যাপক পরিবর্তন ঘটেছে। তিনি বলেন,

'চীনা প্রেসিডেন্ট সি চিন পিং'র বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের ঘোষণার মধ্য দিয়ে ৩০ কোটি মানুষের স্কি ও স্কেটিংয়ে অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। ফলে আরো বেশি লোক স্কিতে যোগ দেয় এবং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে সাফল্যের সঙ্গে আবেদন করার পর স্কি প্রকল্পে ব্যাপক অর্থায়ন দেয় চীন সরকার। এখন এ জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চালু করা হয়েছে, তা শীতকালীন প্রকল্পের উন্নয়নে বিরাট সুযোগ প্রদান করেছে। সবচেয়ে স্পষ্ট পরিবর্তন হল ফিগার স্কেটিং। এ পর্যন্ত অনেক স্কি'র স্থান নির্মিত হয়েছে এবং যুবকদের খেলাধুলার প্রশিক্ষণও বাইরে চলে এসেছে। এর সঙ্গে সঙ্গে যুব ক্লাবের দ্রুত উন্নয়ন আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড় বাছাইয়ে সুযোগ সুবিধা দিচ্ছে।'

চীনের স্কি উন্নয়নের পরিকল্পনা হল ২০২৫ সালে চীনে সরাসরি স্কি ও স্কেটিং প্রকল্পে অংশগ্রহণকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাওয়া এবং ৩০ কোটি মানুষকে স্কিতে অংশগ্রহণে উত্সাহিত করা। স্কি প্রকল্পের মোট পরিমাণ ১ ট্রিলিয়ন ইউয়ান। এ সম্পর্কে কোচ চাও মনে করেন, চীনের স্কি ও স্কেটিং উন্নয়নের স্বর্ণযুগে আসবে। তিনি বলেন,

'চীনের স্কি ও স্কেটিং খেলোয়াড়দের স্বর্ণ ও সুখী যুগ আসবে। এ প্রকল্পের ব্যবস্থামূলক সংস্কার প্রশিক্ষণকার্যক্রমের উন্নতিতে সহায়ক হবে। স্কি সমিতি প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠানে পরিণত হবে, ফিগার স্কেটিং দলে বিরাট পরিবর্তন ঘটবে। দল প্রশাসন, ইভেন্টে অংশগ্রহণ ও প্রকল্পের উন্নয়নসহ বিভিন্ন ইস্যু সমিতির মাধ্যমে সমন্বয় ও সমাধান করা হবে। সামাজিক অর্থও খেলোয়াড়দের প্রশিক্ষণে যোগানো হবে, যাতে খেলোয়াড়দের আরো চমত্কার ও সুবিধাজনক প্রশিক্ষণপরিবেশ প্রদান করা যায়। এর সঙ্গে সঙ্গে ইভেন্টে অংশগ্রহণের বাজারকরণ ও শিল্পের নমনীয়তার ওপর মনোযোগ দেওয়া হবে, যাতে আরো বেশি লোকের অংশগ্রহণ আকর্ষণ করা যায়। বাজারের পরিবর্তনে চীনের বিভিন্ন ক্লাব থেকে নির্বাচিত খেলোয়াড়রা জাতীয় যুব দলে অংশ নেবে।'

চীনের খেলোয়াড়দের দায়িত্বের দ্রুত উন্নয়ন ও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি নিয়ে কোচ চাও বলেন,

'আগামী বছরের পিংয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমস খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে, যা ২০২২ সালের বেইজিং অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। রিও অলিম্পিক গেমস চলাকালে চীনা প্রেসিডেন্ট সি বলেছেন, 'বীরদের দায়িত্ব পালন করতে হবে এবং স্বর্ণপদক অর্জনে প্রচেষ্টা চালাতে হবে।' খেলোয়াড় হিসেবে আমরাও আশা করি, অলিম্পিক গেমসের মাধ্যমে বিশ্বের আরো বেশি লোক চীনকে জানতে সক্ষম। ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস আমাদের বসন্ত উত্সব চলাকালে আয়োজন করা হবে, তখন বিশ্বের সামনে একটি চীনা সাংস্কৃতিক অলিম্পিক গেমস তুলে ধরার প্রচেষ্টা চালাবো।'

সুপ্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

এবার তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবারো কথা হবে। চাইচিয়ান। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040