কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়, সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়ানো, সমাজতান্ত্রিক সংস্কৃতি মজবুত করতে হয়। এ প্রসঙ্গে শাংহাইয়ের খুন অপেরা পরিবেশক কু হাও হাও বলেন, সিপিসি'র ঊনবিংশ কংগ্রেস ঐতিহ্যবাহী সংস্কৃতির উন্নয়নে আরও বিস্তারিত দিকনির্দেশ করেছে। আমরা সাহিত্য ও শিল্পকর্মী হিসেবে উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিশ্বাস, নতুন সংস্কৃতি সম্প্রসারণ করার পাশাপাশি চীনা সংস্কৃতি প্রচার করি।
সিপিসি ও জনগণের আস্থা ও প্রত্যাশা নিরাশ না করার জন্য সংস্কৃতি আরও ফলপ্রসূ হওয়া ত্বরান্বিত করতে হবে।
কুয়াং তোং প্রদেশের প্রতিনিধি দলের আলোচনাসভায় শেন জেং হুয়াং তা জিন গবেষণা ইনস্টিটিউটের সিপিসি'র সম্পাদক, প্রধান বিজ্ঞানী তু ইয়ু থাও বলেন, বিজ্ঞান-প্রযুক্তি ব্যবস্থার সংস্কার গভীরতর করা এবং শিল্পপ্রতিষ্ঠানকে প্রাধান্য, বাজারকে নির্দেশক হিসেবে উত্পাদন, শিক্ষা ও গবেষণাযুক্ত প্রযুক্তিগত নতুন ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে তিনি খুব উল্লসিত।
চীনের বিনিয়োগ কোম্পানি লিমিটেডের প্রতিনিধি তাই পেং বলেন, কংগ্রেসের প্রতিবেদনে অর্থনীতি ও ব্যাংকিং কার্যক্রমের স্পষ্ট পরিকল্পনা করা হয়েছে, যা কোম্পানির সামনে এগিয়ে যাওয়ার দিক-নির্দেশ করে। (রুবি/টুটুল/ইয়ু)