অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে চীনে ভারতের ইন্দো-এশিয়ান বার্তা সংস্থার সাংবাদিক গৌরব শর্মা গতপরশু (রোববার) চীন আন্তর্জাতিক বেতারের হিন্দি বিভাগের সাংবাদিককে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, বিগত পাঁচ বছরে চীনের মোবাইল ইন্টারনেটের বিস্ময়কর বিকাশ হয়েছে। চীনের এ অভিজ্ঞতা সারা বিশ্বের শেখা উচিত।
শর্মা বলেছেন, বর্তমান বিশ্বে টেলিযোগাযোগ, জ্বালানি ও পরিবহন এ তিনটি ক্ষেত্র নিরন্তরভাবে উদ্ভাবনশীল উন্নয়ন ও পারস্পরিক মিশ্রণ হচ্ছে। ডিজিটাল ইন্টারনেট প্রযুক্তি হচ্ছে এ বিপ্লব সৃষ্টির মূল প্রযুক্তি। বিশ্বে টেলিযোগাযোগ, জ্বালানি ও পরিবহন খাতের মিশ্র উন্নয়নে সবচেয়ে ভালো করেছে চীন। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের উচিত চীনের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনের তৃতীয় পক্ষের মোবাইল পেমেন্ট লেনদেনের আকার ২৭.১ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৯৫.৪ শতাংশ বেশি। চীন ক্যাশ বহন না করার যুগে প্রবেশ করছে। ২০২০ সালে বিশ্বের মোবাইল পেমেন্ট খাতের নেতৃত্ব দেবে চীন।
চীনে কর্মরত বিদেশি হিসেবে শর্মা মনে করেন, তিনি চীনা জনগণের মতো চীনের ডিজিটাল ইন্টারনেট প্রযুক্তি আর মোবাইল পেমেন্ট ও ইলেক্ট্রনিক বাণিজ্যের উন্নয়নের বিপ্লব থেকে সৃষ্ট সুযোগসুবিধা ভোগ করছেন। তিনি আশা করেন, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত চীনের সব ক্ষেত্রের অভিজ্ঞতা শিখবে। (ইয়ু/টুটুল)