আমার ইন ছুয়ান ও হে ফেই সফর-১
  2017-09-27 10:15:03  cri

 

 



ইন ছুয়ান, চীনের নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী। এটি যেমন চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শহর, তেমনি উত্তর-পশ্চিম চীনের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় শহর। শহরটি নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, গবেষণা ও পরিবহন খাতের কেন্দ্রও বটে।

এটি একাধারে চীনের জাতীয় নাগরিক সুবিধার শহর, জাতীয় জল সংরক্ষণকারী শহর, জাতীয় স্বাস্থ্য শহর, জাতীয় উদ্যান নগর, জাতীয় পরিবেশগত সুরক্ষা মডেল শহর। বসবাসের জন্য উত্তম পরিবেশের কারণে চীনের নানান পুরস্কার জিতেছে ইন ছুয়ান।

১৭ সেপ্টেম্বর রাতে আমরা এয়ার চায়নার বিমানযোগে পৌঁছাই ইন ছুয়ানে। বেইজিং থেকে ইন ছুয়ান যেতে বিমানে ২ ঘন্টা লাগে। আলো ঝলমলে ইন ছুয়ান বিমানবন্দর। পরদিন শহর দেখার পালা।

১৮ সেপ্টেম্বর দলটি যায় ইন ছুয়ান সিটি হল, স্মার্ট সিটি পরিচালনা কেন্দ্র, 'ভবিষ্যত নগর' শীর্ষক একটি স্মার্ট কমিউনিটিসহ বিভিন্ন জায়গায়। ইন ছুয়ান শহরের উন্নয়নের মূল বিষয় হচ্ছে 'স্মার্ট'। একটি শহর কীভাবে 'স্মার্ট' হতে পারে? ২০০৮ সালের নভেম্বর মাসে বিখ্যাত আইবিএম কোম্পানি প্রথমবারের মতো 'স্মার্ট পৃথিবী'র ধারণা দেয়। তারপর সিঙ্গাপুর 'স্মার্ট দেশ' শীর্ষক একটি ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করে। আর ২০১৩ সাল থেকে চীন সরকার 'চীনা স্মার্ট শহর' নামতালিকা প্রকাশ করা শুরু করে। এ পর্যন্ত চীনে ৬০০টি 'স্মার্ট শহর' নির্মিত হয়েছে। ইন ছুয়ান এ শহরগুলোর অন্যতম এবং স্মার্ট শহরের ভালো একটা দৃষ্টান্ত।

ইন ছুয়ানের নাগরিকদের জীবন হয়েছে 'স্মার্ট'। এখানকার সবকিছুই স্মার্ট: স্মার্ট পরিবহন, স্মার্ট কমিউনিটি, স্মার্ট পরিবেশ সংরক্ষণ, ইত্যাদি।

ইন ছুয়ান সিটি হল ছিল আমাদের প্রথম গন্তব্য। আমাদের দলের সদস্য, ইরানের mojgan বলেন, এটা তার দ্বিতীয় ইন ছুয়ান সফর। তিনি কয়েক বছর আগে এখানে এসেছিলেন। বিগত কয়েক বছরে এ শহর অনেক বদলে গেছে। সিটি হলে ইন ছুনের নাগরিকদের সব ধরনের প্রশাসনিক সেবা দেওয়া হয়। এখানে নাগরিকদের পাসপোর্টের আবেদন, ট্রেড লাইসেন্সের আবেদন ইত্যাদি গ্রহণ করা হয়। আগে নাগরিকদের একই কাজের বিভিন্ন অংশের জন্য বিভিন্ন সরকারি অফিসে দৌড়ঝাপ করতে হতো। এখন একটি হলে সকল বিভাগ। ফলে এই হলটি নাগরিকদের 'ওয়ান স্টপ সার্ভিস' দিচ্ছে। এখানে তারা কম্পিউটারে বিভিন্ন ফর্ম পূরণ করতে পারেন, ছবি তুলতে পারেন, বিভিন্ন প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারেন।

দলের এক সদস্য পাকিস্তান পিটিভির উপস্থাপক সুলতান মাহমুদ হালি। তিনি শহরের 'ইন্টারনেট+প্রশাসনিক কাজ' ধারণার প্রশংসা করেন। তিনি বলেন, এখানকার সব সরঞ্জাম খুব উন্নত এবং মানুষ সব সরঞ্জাম বিনামূল্যে ব্যবহার করতে পারে। বাড়িতে ইন্টারেনেটের মাধ্যমে আগে সব তথ্য সংগ্রহ করে এখানে আসলে সব কাজ অনেক সহজ হয়ে যায়।

1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040