সেপ্টেম্বর ১৩: চীনের শেনশি প্রদেশের হানচেংয়ের তাংচিয়া গ্রাম 'প্রাচ্যের মানব সভ্যতার জীবিত জীবাশ্ম', 'বিশ্ব বসতবাড়ির ধন-ভান্ডার' বলে অভিহিত।
তাংচিয়া গ্রামের বসতবাড়ি হচ্ছে হানচেংয়ের অধিবাসীদের বাসগৃহের প্রতিনিধিত্বশীল কর্ম। গ্রামটিকে 'শেনশি প্রদেশের ক্ষুদ্র বেইজিং' বলা হতো।
জাপানের গবেষক আওকি মাসাও তাংচিয়া গ্রাম সফরের সময় বলেছিলেন, 'তাংচিয়া গ্রাম হচ্ছে প্রাচ্যের মানবজাতির প্রাচীনকালের ঐতিহ্যবাহী বসতি গ্রামের জীবিত জীবাশ্ম।'
(ইয়ু/মহসীন)