সেপ্টেম্বর ১২: শেনশি প্রদেশের লোছুয়ান জেলা সুস্বাদু আপেল উত্পাদনের প্রসিদ্ধ স্থান। লোছুয়ানে ৫ লাখের বেশি জমিতে আপেল চাষ করা হয়। এ জেলায় মোট ৬ লাখ ৪০ হাজার আবাদি জমি আছে। আপেল চাষের জমির পরিমাণ মোট আবাদি জমির ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। এ জেলার কৃষকদের আয়ের ৯৫ শতাংশ আসে আপেল বিক্রি থেকে।
২০১৬ সালে লোছুয়ান জেলায় মোট ৮ লাখ ৮০ হাজার টন আপেল উত্পাদিত হয়েছে। এসব আপেল বিক্রি থেকে আয় হয়েছে ৪০০ কোটি ইউয়ান।
প্রতি কৃষকের টানা পাঁচ বছর ধরে বার্ষিক নিট গড় আয় ১০ হাজার ইউয়ানের বেশি। এ জেলার ৬০ শতাংশ কৃষক পরিবারের বার্ষিক গড় আয় ১ লাখ ইউয়ানের বেশি। ব্যক্তিগত মোটর গাড়ির সংখ্যা ৪০ হাজার।
(ইয়ু/ মহসীন)