'দাশিহাইজি জলাধার' সিনচিয়াংয়ের তালিম নদীর মূল অংশের নিম্ন অববাহিকায় অবস্থিত। এর পশ্চিমে তাকলামাগান মরুভূমি। এ জলাধারের ধারণক্ষমতা ১৬ কোটি ৮৯ লাখ ঘনমিটার। এর পানি মূলত কৃষিজমিতে সেচের কাজে ব্যবহৃত হতো।
১৯৭২ সালে জলাধারটি নির্মাণের পর প্রায় ৩০ বছর ধরে তালিম নদীর নিম্ন অববাহিকায় তেমন পানি ছিল না। সেখানকার প্রাকৃতিক পরিবেশের দিন দিন অবনতি ঘটেছে। তাকলামাগান মরুভূমি ও খুলুক মরুভূমির মধ্যকার সবুজ অংশটি হারিয়ে যেতে শুরু করে।
একসময় এই সবুজ করিডোর রক্ষার সিদ্ধান্ত নেয় চীন সরকার। সিদ্ধান্তের আওতায় দামিহাইজি জলাধারের পানি সেচের কাজে ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে এ পানি শুধু প্রাকৃতিক পরিবেশ উন্নয়নে ব্যবহৃত হতে থাকে।
সরকারি সিদ্ধান্তের ফলে এ জলাধারটি এখন মরুভূমির মধ্যে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এ বছরের জুলাই মাসে বেইজিং থেকে সিনচিয়াংগামী এক্সপ্রেস সড়কপথ চালু হয়েছে।
এখন যে-কেউ চাইলে এ সড়কপথে সিনচিয়াংয়ে এসে 'মরুভূমির সাগরের' সৌন্দর্য উপভোগ করতে পারেন। (ইয়ু/আলিম)