চীনের শেনশি প্রদেশের লিউবা জেলার উঁচু উঁচু পাহাড় ও সবুজ নদী দেখতে অনেক সুন্দর। ওখানে থাকাও আরামদায়ক। বিগত কয়েক বছর ধরেই জেলাটি পর্যটনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং এর মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।
আগে লিউবার অনেক তরুণ-তরুণী বাইরে যেতেন কাজের সন্ধানে। এখন গ্রামীণ পর্যটনশিল্প উন্নয়নের ফলে অনেকেই নিজ জেলায় ফিরে এসেছেন।
20170810video.mp4
|
লিউবা জাতীয় পর্যায়ের দরিদ্র জেলা ছিল। তাই দারিদ্র্যবিমোচনকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এখানে। তাদের প্রচেষ্টা ফলপ্রসূও হতে চলেছে। জেলার মোট ১৪৬৪টি পরিবারের ৪৩৯৩ জন কৃষক পর্যটনশিল্পে অংশ নিয়ে সচ্ছল হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। বন্ধুরা, দেখুন লিউবার ওপর একটি ভিডিওচিত্র।(ইয়ু/আলিম)