সায়ন-সিছিন
অগাস্ট ৯: অন্তঃর্মঙ্গোলিয়ার সিলিন-গোল লীগের শুলুন হুহ হোশুর সায়ন-হুদাগের পশুপালক সায়ন-সিছিন এ বছর তাঁর বাড়ির সামনে সাতটি মঙ্গোলীয় 'ইয়ার্ট' বানিয়েছেন। তাঁর 'যাযাবর জীবন অনুভব কেন্দ্র' আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে সায়ন-সিছিনের বহু বছরের স্বপ্ন সত্যি হয়েছে।
মঙ্গোলীয় 'ইয়ার্ট'
সায়ন-সিছিনের বয়স ৪৫ বছর। তাঁর স্বপ্ন ছিল স্বদেশের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সুদীর্ঘ ঐতিহাসিক সংস্কৃতি আর গভীর জাতিগত বৈশিষ্ট্য পর্যটকদের দেখানো। এতে তৃণভূমি ভ্রমণ উন্নয়নের পাশাপাশি নিজের আয়ও বাড়ানো যায়।
সাম্প্রতিক বছরগুলোতে শুলুন হুহ হোশু সরকার বৈশিষ্ট্যপূর্ণ সাংস্কৃতিক পর্যটন শিল্প উন্নয়ন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এ বছরের বসন্তকালে তাঁরা এ খাতে ১ লাখ ইউয়ান বরাদ্দ করে গ্রামের প্রথম 'যাযাবর জীবন অনুভব কেন্দ্র' প্রতিষ্ঠা করে। পর্যটকরা সেখানে গিয়ে মঙ্গোলীয় লোক হওয়ার অনুভূতি পান। তারপর তাঁরা ইন্টারনেটে স্বপ্রনোদিত হয়ে পশুপালকদের জন্য প্রচার করতে থাকেন।
দুধ
সায়ন-সিছিনের মেয়ে তাদের নিজেদের উত্পাদিত দুগ্ধজাত পণ্য ইন্টারনেটে পরিচয় করে দেন এবং বিক্রি করেন। এভাবে তাদের আয়ও বেড়েছে।
(ইয়ু/ মহসীন)