'অন্তঃর্মঙ্গোলিয়ায় ৭০ বছরের অগ্রগতি' দেখতে গত ১৩ জুন চীন ও মঙ্গোলিয়ার একদল সাংবাদিক অন্তঃর্মঙ্গোলিয়ার ছি ফাং শহরের কশিখথেনছি দারিনোর অঞ্চল ভ্রমণ করেন। সেখানে তারা আসহাতু স্টোন অ্যারে (Stone array)-সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
কশিখথেনছি অন্তঃর্মঙ্গোলিয়ার পূর্বাঞ্চলে এবং ছি ফাং শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এলাকাটি উত্তর থেকে দক্ষিণে ২০৭ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে ১৭০ কিলোমিটার দীর্ঘ। এর মোট আয়তন ২০৬৭৩ বর্গকিলোমিটার।
১৯৯৭ সালের ডিসেম্বরে চীনের রাষ্ট্রীয় পরিষদ দারিনোর অঞ্চলকে জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়।
মঙ্গোলীয় ভাষায় 'আসহাতু' মানে 'খাড়া শিলা'। হিমবাহ গলে বিপুল পরিমাণ পানি নিচে পড়তে পড়তে ঠাণ্ডায় জমে গিয়ে বরফের বনের মতো সৃষ্টি হয়েছে। তাই এই 'বন'-কে ডাকা হয় 'হিমবাহ পাথর বন'। (ইয়ু/আলিম)