কুইচৌ প্রদেশের ছিয়ান নান বুই জাতি ও মিয়াও জাতি স্বায়ত্তশাসিত বিভাগের সুই জাতি স্বায়ত্তশাসিত জেলা 'সানতু'। জেলাটিকে অনেকে বলেন 'ফিনিক্সের পালকের মতো সুন্দর'। 'সানতু' চীনের একমাত্র সুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানে 'সুই' জাতির গভীর সংস্কৃতি এবং বৈশিষ্ট্যপূর্ণ রীতিনীতি দেখা যায়।
২০১৬ সালের ৭ অগাস্ট কুইচৌ সুই জাতির সংস্কৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়। সুই জাতির সংস্কৃতি উন্নয়ন ও সুরক্ষায় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাদুঘরে সুই জাতির সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। ভিআর প্রযুক্তি ও মাল্টি মিডিয়ার মাধ্যমে পর্যটকরা এ সংস্কৃতির সাথে পরিচিত হতে পারেন।
সুই জাতির মেয়ে ওয়েই ইয়ু মেই এ জাদুঘরের একজন টীকাকার। আগে তার কাছে সুই জাতির ভাষা ও অক্ষরের কোনো গুরুত্ব ছিল না। কিন্তু এ জাদুঘরের টীকাকার হওয়ার পর নিজ জাতির সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে তিনি অনেককিছু জেনেছেন। এখন তিনি উপলব্ধি করছেন যে, নিজ জাতির সংস্কৃতি রক্ষায় তাকে অবদান রাখতে হবে। (ইয়ু/আলিম)