জুলাই ৩: চীনের কুইচৌ প্রদেশের তা ও থাং জেলায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে 'চীনা আকাশের চোখ'। পুরো এলাকাটি ঘুরে দেখতে ৫০ ইউয়ান দিয়ে বাসের টিকিট কাটলেই হবে।
'চীনা আকাশের চোখ' আসলে ৫০০ মিটার ব্যাসের একটি টেলিস্কোপ। পুরো নাম: অ্যাপার্চার স্ফিরিক্যাল রেডিও টেলিস্কোপ (এফএসএটি)। এর নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালের মার্চ মাসে চীনের কুইচৌ প্রদেশের ছিয়ান নান বিভাগের পিং থাং জেলার তা ও থাং অঞ্চলে। ২০১৬ সালের সেপ্টেম্বরে এর নির্মাণকাজ সম্পন্ন হয়।
টেলিস্কোপটি স্থাপিত হয়েছে ৩০টি ফুটবল মাঠের সমান এলাকাজুড়ে। চীনের বিজ্ঞান অ্যাকাডেমির জাতীয় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের নেতৃত্বে এই রেডিও টেলিস্কোপটি নির্মিত হয়।
এটি বিশ্বের সর্বোচ্চ ব্যাসের সংবেদনশীল স্ফিরিক্যাল রেডিও টেলিস্কোপ। এটি নির্মিত হয়েছে সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তি ও মেধা ব্যবহার করে।
উল্লেখ্য, তা ও থাং অঞ্চল থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো জেলা-থানা নেই; আছে মাত্র একটি জেলা-নগর। ফলে মহাকাশ পর্যবেক্ষণের জন্য এখানে আছে উত্তম পরিবেশ।
(ইয়ু/আলিম)