বিশ বছর আগে 'পাহাড়ি শহর' ছুংছিং-এর পাহাড়ি এলাকায় সড়কপথ ছিল না। তখন সেখানকার বাসিন্দারা খুব প্রয়োজন ছাড়া বাইরে যেতে চাইতেন না। তবে এখন অবস্থা বদলেছে। পাহাড়ি এলাকা থেকে বাইরে যাওয়ার সড়ক নির্মিত হয়েছে। বাসিন্দারা একে ডাকেন 'পাহাড়ের গায়ে লেপ্টে থাকা সড়ক' নামে।
এ সড়ক নির্মাণ করা ছিল কঠিন কাজ। সড়কটি নির্মাণ করতে পাহাড় কেটে সুরঙ্গও তৈরি করতে হয়েছে। আঁকাবাঁকাভাবে ছুটে চলা এ সড়কপথে চলা খানিকটা বিপজ্জনক। কিন্তু এ বিপদকে কেয়ার করেন না এলাকার বাসিন্দারা। কারণ, এ সড়ক তাদের জীবনকে সহজতর করেছে। (শুয়েই/আলিম)