শ্বেতপত্রে বিগত ৩০ বছর ধরে দক্ষিণ মেরুতে চীনা গবেষকদের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, অ্যান্টার্কটিকায় গবেষণা কার্যক্রমের মৌলিক চাহিদা পূরণে সেখানে বিভিন্ন নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। তা ছাড়া, চীন দক্ষিণ মেরুতে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতায়ও যোগ দিয়েছে।
শ্বেতপত্রে আরও বলা হয়, দক্ষিণ মেরুতে আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, সেখানে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে চীন আন্তর্জাতিক সমাজের সাথে ন্যায়ের ভিত্তিতে কাজ করে যাবে। (লিলি/আলিম)