দক্ষিণ মেরুতে চীনের গবেষণার মান ক্রমশ বাড়ছে: শ্বেতপত্র
  2017-05-23 14:34:39  cri
মে ২৩: পৃথিবীর দক্ষিণ মেরুতে চীনের চলমান গবেষণার মান ক্রমশ বাড়ছে। দেশটির জাতীয় সমুদ্র ব্যুরো গতকাল (সোমবার) প্রকাশিত এক শ্বেতপত্রে এ দাবি করেছে। দক্ষিণ মেরুতে গবেষণা কার্যক্রম নিয়ে চীন এই প্রথম কোনো শ্বেতপত্র প্রকাশ করলো।

শ্বেতপত্রে বিগত ৩০ বছর ধরে দক্ষিণ মেরুতে চীনা গবেষকদের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, অ্যান্টার্কটিকায় গবেষণা কার্যক্রমের মৌলিক চাহিদা পূরণে সেখানে বিভিন্ন নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। তা ছাড়া, চীন দক্ষিণ মেরুতে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতায়ও যোগ দিয়েছে।

শ্বেতপত্রে আরও বলা হয়, দক্ষিণ মেরুতে আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, সেখানে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে চীন আন্তর্জাতিক সমাজের সাথে ন্যায়ের ভিত্তিতে কাজ করে যাবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040