ফোরামে সম্মেলন, প্রদর্শনী, প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আলোচনায় মূলত স্থান পাবে স্যাটেলাইট ন্যাভিগেশন ক্ষেত্রে চীন-আরব সহযোগিতা এবং আরব দেশগুলোতে চীনের বেইতৌ স্যাটেলাইট ব্যবস্থার সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি।
চীনের বেইতৌ স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থার ডিজাইনার ইয়াং ছাং ফোং বলেন, গণ-নিরাপত্তা, লজেস্টিকস্ এবং জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন খাতে উন্নত সেবার চাহিদা আছে আরব দেশগুলোতে। চীনের বেইতৌ স্যাটেলাইট ব্যবস্থা এ চাহিদা পূরণ করতে সক্ষম।
ইয়াং ছাং ফোং আরও বলেন, ভবিষ্যতে 'বেইতৌ সহযোগিতা ফোরাম' স্যাটেলাইট ন্যাভিগেশন খাতে চীন-আরব যৌথ প্রচেষ্টার বহুপক্ষীয় প্লাটফর্মে পরিণত হবে। (লিলি/আলিম/জিনিয়া)