চীনের প্রেসিডেন্টের সঙ্গে শ্রীলংকার প্রধানমন্ত্রীর বৈঠক
  2017-05-16 19:25:17  cri

মে ১৬: আজ (মঙ্গলবার) বেইজিংয়ের মহা গণভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে।

বৈঠকে সি বলেন, চীন ও শ্রীলংকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। চলতি বছর দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী ও 'রাইস রাবার চুক্তি'র ৬৫তম বার্ষিকী। শ্রীলংকার সঙ্গে সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় বেইজিং। দেশের একতা, শান্তি, জাতীয় সমঝোতা ও অর্থনীতির উন্নয়নে সব প্রচেষ্টাকে সমর্থন করে চীন। দ্বিপক্ষীয় মৈত্রী ও কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক নতুন ধাপে উন্নীত করতে শ্রীলংকার সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাবে চীন।

সি জোর দিয়ে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চাইলে বিভিন্ন প্রকল্পে সহযোগিতা প্রয়োজন। অবকাঠামো, সমুদ্র ও মহাকাশসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করা উচিত। স্বাধীন বাণিজ্য অঞ্চলের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্য ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা এবং পুঁজি বিনিয়োগ সহজ করার কথাও বলেন সি।

বিক্রমাসিংহে বলেন, 'বিআরএফ' বিশ্বের অনেক দেশ ও সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেক সাফল্য অর্জিত হয়েছে। একে অভিনন্দন জানিয়ে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে আরো বেশি অবদান রাখার কথা বলেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040